মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিজয় র্যালী করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে জেলা বিএনপির অন্যতম নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে বিজয় র্যালী বের করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্তরে এসে সমাপ্ত হয়। এসময় সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহসিন মিয়া মধু। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এছাড়াও সকাল ১১টায় শহরের শাহী ঈদগা এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর নেতৃত্বে একটি বিজয় বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেরওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। স্টেশন চত্তরে সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, আহ্বায়ক কমিটির সদস্য মো. মশিউর রহমান রিপন, মো. মকসুদ আলী, শামীম আহমেদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.