
আন্তর্জাতিক ডেস্ক
ইরান তার মহাকাশ গবেষণা কর্মসূচির ধারাবাহিকতায় ‘নাহিদ-২’ নামের একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে একটি সয়ুজ রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ১১০ কেজি ওজনের নাহিদ-২ স্যাটেলাইটটি সম্পূর্ণরূপে ইরানি প্রকৌশলীদের তৈরি, তবে উৎক্ষেপণে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যৌথ সহযোগিতা ইরান-রাশিয়ার কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিলো।
এই সাফল্য যেমন ইরানের মহাকাশখাতে আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি কিছু পশ্চিমা দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনার ঠিক আগে এই উৎক্ষেপণ নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এ উৎক্ষেপণকে "প্রযুক্তিগত সাফল্য" হিসেবে আখ্যায়িত করা হয়।
“নাহিদ-২ আমাদের নতুন যুগের সূচনা করছে। মহাকাশ প্রযুক্তিতে ইরান আত্মনির্ভর হয়ে উঠছে।” — বলা হয়েছে প্রচারে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ইরান দাবি করে, তারা দেশের ইতিহাসে সবচেয়ে ভারী পে-লোড মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে, যেখানে দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করা হয়।
এই উৎক্ষেপণকে ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পারমাণবিক আলোচনার প্রেক্ষাপট আরও উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। তবে ইরান বলছে, এটি শুধুমাত্র শান্তিপূর্ণ ও যোগাযোগ-উন্নয়নমূলক উদ্দেশ্যে করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.