জি.আর.রওনক,রাজশাহী:
রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আরএমপির ট্রাফিক বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান জনাব মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), আরএমপি, রাজশাহী।
এসময় জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এই তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে যথাযথভাবে চেকপোস্ট পরিচালনা, ট্রাফিক আইন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক সদস্যদের পোশাক পরিধানে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের প্রতি ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, মহানগরীর প্রতিটি সড়ক যানজটমুক্ত রাখতে হবে এবং জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে, যাতে কেউ হয়রানির শিকার না হন। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.