
ঢাকা, ৯ জুলাই ২০২৫:
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (SSB) প্রধান অধ্যাপক হালুক গোরগুন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে অধ্যাপক হালুক গোরগুন বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা ও প্রযুক্তিখাতে যৌথ কাজের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তুরস্কের অবদান ও সহযোগিতার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন।
এ সময় উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আলোচনা শেষে একটি শুভেচ্ছা স্মারক বিনিময়ও হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.