
চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, "পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি একটি সুন্দর ও জনমুখী নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচনের ফলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে, নমিনেশন বাণিজ্য ও কালো টাকার ব্যবহার কমে আসে।"
সোমবার (৩০ জুন) চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিংয়ের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আযাদ আরও বলেন, "যারা পিআর পদ্ধতির বিরোধিতা করে, তারা আসলে ফ্যাসিবাদী কৌশলে ক্ষমতায় যেতে চায়। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভায় আরও বক্তব্য রাখেন—
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫),
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান (চট্টগ্রাম-৭),
অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান (চট্টগ্রাম-১৩),
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী (চট্টগ্রাম-১০),
ডা. আবু নাছের (চট্টগ্রাম-৮),
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬),
অধ্যক্ষ নূরুন নবী (চট্টগ্রাম-১),
অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন (খাগড়াছড়ি),
অধ্যাপক মাওলানা নূর আহমদ আনোয়ারী (কক্সবাজার-৪),
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (বান্দরবান),
ডা. ফরিদুল আলম (চট্টগ্রাম-১২),
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম (চট্টগ্রাম-৫),
শহীদুল আলম বাহাদুর (কক্সবাজার-৩),
অ্যাডভোকেট সাইফুর রহমান (চট্টগ্রাম-১),
আবদুল্লাহ ফারুক (কক্সবাজার-১),
ইয়াকুব আলী চৌধুরী (খাগড়াছড়ি),
শাহজাহান মঞ্জু (চট্টগ্রাম-৬),
ডা. শাহাদাৎ হোসাইন (চট্টগ্রাম-১৪) প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, “নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে এখন থেকেই প্রত্যেক আসনে কাজ শুরু করতে হবে। ময়দানের জনশক্তিকে কাজে লাগিয়ে জামায়াতের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, মহানগরীর সহকারী সেক্রেটারিজ মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত তাদের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.