প্রেস রিলিজ:
গত ২২/০৫/২০২৫খ্রি সিএমপি'র কোতোয়ালী থানার এসআই (নিঃ)/রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন বিকাল ৩.০০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন রোডস্থ ০৭নং বাস পার্কিংয়ের প্রবেশ মুখে জনৈক মান্নার চায়ের দোকানের সামনে রাস্তার উপর একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য অবস্থান করতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করাকালে আসামী মোঃ রিদুয়ান (২৪), পিতা-ফয়েজ আহম্মেদ, মাতা- হামিদা বেগম, সাং- বাহার ছড়া, বাঘগোনা বাজার, রাস্তার পূর্ব পাশে, (ফয়েজ আহমেদ এর বাড়ী), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্সপ্যান্টের পকেটে থাকা ১৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
উক্ত ঘটনায় এসআই/(নিঃ) রবিউল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-৩১, তারিখ-২২/০৫/২০২৫খ্রিঃ মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলায় রুজু করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.