সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৬) হত্যার ঘটনায় প্রেমিকাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা মনোরঞ্জন পাল। শনিবার তিনি তানোর থানায় এ মামলা করেন। এর আগে, ২৭ এপ্রিল ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
রোববার দুপুরে মামলার তিন আসামি প্রেমিকার বাবা স্বপন চন্দ্র পাল (৫৮), মা ছবি রানী (৫০) এবং চাচাতো ভাবি কাজলী রানী পাল (৩০) কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাকি তিন আসামি প্রেমিকা কামনা পাল (২৩), তাঁর ভাই সুবোধ পাল (৩০) এবং মোহনপুর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহাম্মাদ রাজু (৪৫) এখনো পলাতক রয়েছেন।
তদন্ত সূত্রে জানা যায়, হাবিবনগর পাল পাড়ার চিত্তরঞ্জনের সঙ্গে একই মহল্লার কামনা পালের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরও তাঁদের সম্পর্ক অব্যাহত ছিল। নিখোঁজের একদিন পর চিত্তরঞ্জনের বাবা থানায় জিডি করেন।
১৭ মে শনিবার সকালে শিবনদীর কচুরী পানার নিচ থেকে মাথাবিহীন, বস্তাবন্দি অবস্থায় চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.