সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় তিন বছর আগে দায়ের হওয়া এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর হত্যার স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
পিবিআই বলছে, ২০২১ সালের ১৪ জুলাই পুঠিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে এক বিধবা হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আতিকুর রহমান। মামলার তদন্তভার পরে আদালতের নির্দেশে পিবিআই রাজশাহীকে দেওয়া হয়।
পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোস্তফা কামালের নির্দেশনায় এবং রাজশাহী পিবিআইয়ের পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) মনিরুল ইসলামের তত্ত্বাবধানে, উপ-পুলিশ পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে অভিযুক্ত উত্তম কুমার সরকারকে (৩৭) গ্রেপ্তার করে।
পরদিন ১৪ মে আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেওয়া হয় উত্তমকে। রিমান্ডে সে স্বীকার করে, জমি নিয়ে বিরোধের জেরে সে বিধবা আতেকা খাতুনকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দিন মাঠে ছাগল চরাতে গেলে আতেকাকে বাঁশের মুগর দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ধারালো হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করে। ঘটনার পর রক্তমাখা গেঞ্জি ধুয়ে ফেলে আলামত নষ্টের চেষ্টা করে সে। দীর্ঘ অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পিবিআই।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.