সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:.
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগে আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সামনে রেখে রাজশাহী জেলার তানোর উপজেলার স্বেচ্ছাসবক দল প্রস্তুতি সভা করেছে।
শুক্রবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর পৌরসভার স্বেচ্ছাসেবক দল, তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
তানোের পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লার সভাপতিত্বে ও তানোর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ ও আলহাজ্ব রায়হান আলী সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার আমিন বিপুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক আরেফিন কনক,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক গাফ্ফার আলী প্রমুখ।
প্রধান অতিথি মাসুদুর রহমান লিটন কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং স্বেচ্ছাসেবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.