সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযানে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ বুলবুল হোসেন (২৫) কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, (১৭ মে ২০২৫) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও র্যাব-৫ এর সহযোগিতায় একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় বুলবুল হোসেন তার বাড়িতে হেরোইন বিক্রয় করছে।
সকাল পৌনে ৯টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে বুলবুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই দিনে যৌথ বাহিনী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ ডলি বেগমের বাড়িতেও অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১ লাখ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবরে ডলি বেগম পালিয়ে গেলে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত বুলবুলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বুলবুল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.