মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি: ভোর থেকে পুরো দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারসহ কোথাও বিদ্যুৎ নেই। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। শুক্রবার (৯ মে) ভোর ৫ টা পর থেকে বিদ্যুৎ এর এই বিপর্যয় ঘটে। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন।এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রীড ১৩২ কেভি ফেইল হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
কারিগরী দল কাজ করছে। ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে তারা।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুল কাদের গনি জানান, ইতোমধ্যে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিভাগের দক্ষ টিম কাজ করছে। শীঘ্রই সমস্যা সমাধান হবে।এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সাধারণ মানুষ।এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.