মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি!
কক্সবাজারের উখিয়ায় রাতের আধারে অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটি পাচারকালে একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। রবিবার (১৩ এপ্রিল) ভোররাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি জানান, পাহাড়ের মাটি পাচারকালে ডাম্পারটি ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডাম্পারটি রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়েছে।তিনি বলেন, প্রকৃত পাহাড়খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তপূর্বক ১৯২৭ বন আইন অনুযায়ী মামলা দেওয়া হবে। বন ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.