মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা কাজ্বী নুরুল আলম সহ জামাতের বিরুদ্ধে জাগ্রত পাহাড় নামক একটি অনলাইন পত্রিকায় ৬-৪-২০২৫ তারিখ একটা ভুয়া সংবাদ প্রকাশ করায় আমিরাবাদ ইউনিয়নের জনসাধারণ এবং আমিরাবাদ ইউনিয়ন জমাতের আমির প্রতিবাদ জানিয়েছেন। জাগ্রত পাহাড়ের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনে বলেছেন আমিরাবাদ রাজঘাটায় জামায়াত নেতার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় এক পরিবার যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ।
কিন্তু সত্য সংবাদ হচ্ছে আমিরাবাদ রাজঘাটায় মরহুম আবদুল মালেক ড্রাইভার ও আবদুল বারী মাষ্টারের পরিবারের জাইগা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে উভয় পরিবারের অনুরোধে আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক কাজী নুরুল আলম চৌধুরী স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গকে নিয়ে উভয়ের সাথে আলোচনা করে আপোষ মিমাংসা করেন । এখানে চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি এবং জমায়েতে ইসলামির নেতা কর্মী বা অন্য কেউ তাদেরকে নিরাপত্তার হুমকি ও দেনাই কতিপয় একটি অসাধু স্বথ্যন্বেশি চক্র অতিরঞ্জিত সংবাদ পচার করে তিল কে তাল বানিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কাজি নুরুল আলম আমিরাবাদ ইউনিয়ন জমাতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান এবং আমিরাবাদ ইউনিয়নের সচেতন মহল জাগ্রত পাহাড়ে প্রকাশিত ভুয়া বানোয়াট মিথ্যা সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছে। সংশ্লিষ্টপক্ষকে এই ধরনের ঘৃণিত কাজ থেকে বিরতি থাকার পরামর্শ দিয়েছে আমিরাবাদ ইউনিয়ন জমাতের আমির তিনি আরও বলেন যদি বিরত না থাকে তবে আমরা আইন আনুগ বেব্যস্থা নেব।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.