বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শওকত শেখ (৫০) নামে এক ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে বুধবার বাগেরহাট আদালতে সোর্পদের পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। ভ্যানচালক শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ।
সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এলে সে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শওকত শেখকে গ্রেফতার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.