মোঃ সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ংকর এক বাণিজ্যকেন্দ্র! বন্দিদের স্বাভাবিক অধিকারও এখানে বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। ভালো সিট, ভালো খাবার, এমনকি স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ-সব কিছুই মিলছে মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে। আর যার টাকা নেই? তার জন্য অপেক্ষা করছে ভয়ংকর নির্যাতন, ডান্ডাবেড়ির শেকল, কিংবা ‘ছোলা চোর’ অপবাদ।
ডান্ডাবেড়ি থেকে মুক্তি দিতে নেওয়া হয় হাজার হাজার টাকা। অভিযোগ উঠেছে, কক্সবাজার কারাগারের জেলার আবু মুছার নেতৃত্বে চলছে দুর্নীতির এই মহোৎসব। অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বন্দিদের ওপর বর্বর নির্যাতন, টাকার বিনিময়ে ডান্ডাবেড়ি থেকে মুক্তি, এমনকি কারা হাসপাতালকে বিলাসবহুল বিশ্রামাগারে পরিণত করার মতো ঘটনা নিয়মিত চলছে এখানে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.