অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় জেলেপল্লীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ২২ জেলে পরিবারের বসতঘর। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে স্বপন সরদারের বাড়ির বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২২টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ঘরগুলো হলো—স্বপন, স্বদেশ, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা, তপন, মন্না, রিপু, ইমন, শংকর, সুব্রত, মিলন, সুবল, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলার বসতঘর।
স্থানীয় বাসিন্দা জয় দাস বলেন, জেলেপাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে।
পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, আমাদের শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হবে।
এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে এবং পাশের প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF