নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই কলেজের ছাত্র ও তারা বাবা-মাকে আসামি করে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন।
ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদী মাইনুল ইসলাম শাওন বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা ফরিদ খন্দকারের ছেলে। মামলায় শিক্ষার্থীর বাবা ফরিদ খন্দকার ও মা খালেদা আক্তার লাইলীকেও আসামী করা হয়েছে। মামলার বাদী বিএম কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা গেছে, একই কলেজে পড়াশুনায় পরিচয় হলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হলে ছাত্রীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। পরে বিয়ের প্রলোভনে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি ছাত্রের বাবা-মাকে জানানো হয়। তারা বিষয়টি সমাধান না করে দুইজনকে বাসা থেকে বের করে দেয়। তখন ছাত্রীকে নিয়ে ছাত্র তার মেসে আসে। সেখানে আসার পর বিয়ের জন্য চাপ দিলে ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ নেয়। বিয়ের কাগজপত্র চাইলে দিতে অস্বীকার করে। এক পর্যায়ে তাকে বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF