নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে বড় ভাই হত্যা মামলায় ছোটভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাস্টার বাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট এলাকার মৃত মনফর আলীর ছেলে কামাল আহমদ ও তার স্ত্রী নিনা বেগম। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে ঘর তৈরির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কামাল আহমদ ও তার ভাই খসরু আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল আহমদ ধাক্কা দিলে খসরু উঠানের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় খসরু আহমদের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকে কামাল আহমদসহ মামলার আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কামাল আহমদ ও তার স্ত্রী নিনা বেগমকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF