অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। পরীক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদেরসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.