প্রেস রিলিজ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী মোট ২৩ (তেইশ) জন আসামী গ্রেফতার।
ইং-১৫/০২/২০২৫ তারিখের ০০.০১ ঘটিকা হতে ইং-১৫/০২/২০২৫ তারিখ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালী থানার আসামী ১। মোঃ হাসান (২১), ২। মোঃ মেহেরাজ (২৫), ৩।
জিয়াউল হক সোহেল (৪০), সদরঘাট থানার আসামী সদরঘাট হকার্স লীগের সভাপতি ৪। মোঃ মাসুম (২৯), ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ৫। আশরাফ উদ্দিন অশিক (৩৫), চান্দগাঁও থানার আসামী ৬। রুপক কান্তি নাথ (৪৫), ৭। ইসরাত আশরাফি অপি (২৪), বায়েজিদ বোস্তামী থানার আসামী ৮। মোঃ ইকবাল হোসেন শাহেদ (২৫), ৯। মোঃ লিমন (২৪), চকবাজার থানার আসামী ১০। মোঃ মাহাবু আলম প্র: মাহাবুব (৩৫), ১১। নবী হোসাইন (৪০), পাঁচলাইশ মডেল থানার আসামী পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক ১২। মোঃ নুর উদ্দিন (৩৪), ১৩। মোঃ রিপন তালুকদার (৩০), আকবরশাহ থানার আসামী ১৪। ফজলুল হক (২৬), কর্ণফুলী থানার আসামী চরপাথরঘাটা আওয়ামীলীগের ০৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি ১৫। মোঃ জসিম উদ্দিন (৫২), পাহাড়তলী থানার আসামী ১৬। মোঃ সাইফুল ইসলাম (৪২), বন্দর থানার আসামী বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ১৭।
মোঃ সাইদুর রহমান নাকিব (২৫), ইপিজেড থানার আসামী ১৮। মোঃ শাকিল ইসলাম (১৯), ১৯। ওয়াশিম আকরাম (২৪), পতেঙ্গা মডেল থানার আসামী ২০। মোঃ শফিউল আলম (৪২), বাকলিয়া থানার আসামী বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত ২১। আমান (২২), ২২। আবুল কাশেম (৫০), ২৩। মোঃ বাপ্পী (২৩) সহ সর্বমোট ২৩ (তেইশ) জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.