সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নগরীতে রাজশাহী আইসিটি মেগা ফেয়ার-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিউ মার্কেট চত্বরে রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়েছে।
‘কেনাকাটা করুন উপহার জিতুন’- শ্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী এই আইসিটি মেগা মেলাটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির জন্য বিভিন্ন পণ্য ক্রয়ের উপর আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এসময় রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুনজুর হোসেন চুমুক, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মোহাম্মদ মুজাহিদ আল বেরুনী।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার আল আসাদ, রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম শুভসহ এই ব্যবসায়ী মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.