সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি,
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় জুবায়ের হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (০৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী থেকে আসার সময় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় জুবায়ের হোসেন ৪৮ ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন আব্দুল খালেক। তারা দুইজন একই মোটরসাইকেলর আরহী ছিলেন।
নিহত জুবায়ের হোসেন ৪৮ গুরুদাসপুর কারিগরি কলেজের প্রিন্সিপাল, পিতা মোঃ বদর উদ্দিন মোল্লা, সাং কানাইখালী নাটোর, গ্রামের বাড়ি গুরদাসপুর নাটোর। আহত আব্দুল খালেক পিতা মৃত মোকছেদ আলী নাজিরপুর, থানা গুরদাসপুর, জেলা নাটোর।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানায় জুবায়ের হোসেন এবং আব্দুল খালেক রাজশাহী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল ড্রাইভিং করছিলেন আহত আব্দুল খালেক এবং জুবায়ের হোসেন পিছনে বসে ছিলেন। বানেশ্বর বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান রাস্তার পার্শে দাড়িয়ে ছিলো সেই ভ্যানে ধাক্কা লেগে মোটরসাইকেলর পিছনে থেকে জুবায়ের হোসেন রাস্তায় ছিটকে পড়েন রাস্তায় চলতি পাথর বোঝায় ট্রাক এসে চাপা দেয় এতে ঘটনাস্থলে জুবায়ের হোসেন নিহত হন।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত পবা হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF