খায়রুল খন্দকার টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুয়াড়ি কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা এসআই শরিফুল ইসলাম, এসআই মামুন ও এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা। পরে রবিবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল(৩৫), হবিবুরের ছেলে মনজুরুল(৪৩), কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক(৩৮), নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া(২৫), গোবিন্দাসীর কান্চুর ছেলে লতিফ(৪৫), কুকাদাইরের মৃত সোলাইমানের ছেলে আলআমিন(৪২), বরকতপুরের মকবুলের ছেলে শিপন(২৪), কুঠিবয়রা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মামুন সরকার(৪৫), ডিগ্রীর চরের মৃত আজগরের ছেলে শহিদুল(৩৫), গোপালপুর উপজেলার জয়নগরের আবুল মেম্বারের ছেলে গোলাপ(৪৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান,
জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ জন জুয়ারী কে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.