মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।
এ সময় দস্যুদলের কাছ থেকে লুট করা মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যা পরে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।সূত্রে জানা যায়, গত বুধবার রাতে সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়।
তারা জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটির মাছ, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয় এবং ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহেশখালী থেকে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদলকে গ্রেপ্তার করে। আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF