সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক। টুর্নামেন্টের উদ্বোধনের সময় তিনি যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাসপুর একতা সংঘের সভাপতিত্ব জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক।
বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
দুই দিনের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে। শনিবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সুলতানুল ইসলাম তারেকের প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF