সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আবু সাইদ সজিব (২২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
জানা যায়, গত (৫ ফেব্রুয়ারি) বিকেলে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার হরিপুর এলাকায় এক ব্যক্তি বিদেশি মদ ও ফেন্সিডিল বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তাঁর টিম গতকাল বিকাল সোয়া ৫টায় বেলপুকুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF