সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (৩ জানুয়ারি) চারঘাট পিরোজপুর গ্রাম হতে রাত সাড়ে ৯ টার দিকে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ২৫৯ জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা মাজদার হোসেন (৫০) ও মোঃ রকি হোসেন (২০)। মাজদার হোসেন চারঘাট পিরোজপুর গ্রামের মৃত ছাইদার রহমানের ছেলে ও মোঃ রকি মাজদার হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও ফোর্সসহ গত (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে চারঘাট কাকরামাড়ি এলাকায় ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট পিরোজপুর গ্রামে গ্রেফতারকৃত মাজদারের বাড়ীর মেইন গেইটের সামনে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাজদার হোসেন ও মোঃ রকি হোসেনের কাছে থাকা ব্যাগে তল্লাসি করে ব্যাগের মধ্য থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫৯ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF