মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর-ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৫ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের বাঁশখালীতে ২০১৮ সালে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলা ঘটনার মামলায় জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন – বাঁশখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রণব কুমার দাশ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার হোসেন মহসিন।আদালত সূত্রে জানা গেছে, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ মাসের আগাম জামিন নিলে আদালত তাদের ৬ মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ জুডিসিয়াল আদালতে জামিন নিতে গেলে আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করেন।এ সময় আসামিদের পক্ষে শুনানি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার হোসেন মহসিন বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাইফুল ইসলাম বাদী হয়ে বাঁশখালী আদালতে একটি মামলা দায়ের করেন।এই মামলায় আসামিরা আগাম জামিন চাইলে আদালত তাদের ৬ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
আসামিরা আত্মসমর্পণ করলে মহামান্য জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম আসামিদের জামির নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF