সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর উপশহর দড়িখড়বোনা এলাকার অবসর প্রাপ্ত সেনা সদস্যর উপর পরিকল্পিত ভাবে ডেকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করে ও জবাই করার হুমকির ঘটনায় ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী ও অবসর প্রাপ্ত সেনাসদস্যদের সংগঠন।
মানববন্ধনে হামলার শিকার উপশহর ডাইন হল এলাকার কর্পোরাল (অবসর প্রাপ্ত) সাইফুল ইসলামের স্ত্রী মুক্তা ইসলাম বলেন, গত জানুয়ারী জমির কাগজ দেখবে বলে বাড়ী হতে ডেকে নিয়ে একই এলাকার ভূমিদস্যু পিটার, বাবু, মুরাদ মিস্ত্রী, জিতু, মুন্টু ও মুন্টুর জামায় জিকুসহ আরো অজ্ঞাত ২০-২৫ জন সন্ত্রাসী ও ভূমিদস্যু গ্রুপ হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এই হামলায় আমার স্বামীর একটি কানের পর্দা ফাটিয়ে দিয়েছে যা চিরতরে আর শুনতে পাবে না। এছাড়াও মাথায় আঘাত করে মাথার হাড্ডি ভেঙে দিয়েছে। তাদের হুমকিতে আমরা এখনো নিরাপত্তা হিনতায় ভুগছি। তাদের নামে মামলা করা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না। এদের মধ্যে একজন জামিনেও এসেছে। তারা অব্যাহত হুমকি দিয়ে বলছে তাদের মেরে ফেললে কিছু হয়। তারা এভাবেই বিভিন্ন জনের জমি দখল করে বিল্ডিং তৈরী করে বিক্রি করে দেয়। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করা অবসর প্রাপ্ত সেনাসদ্যরা বলেন, আমাদের সহকর্মীর উপর যে হামলা হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। নইলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে তার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF