বিশেষ প্রতিনিধি মো:বিল্লাল হোসেন
নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর সিএনজি থেকে হাতব্যাগটি নিতে ভুলে যান ওই দুই ব্রিটিশ নাগরিক ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে (৮৪)।
কোতোয়ালী পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ওই ব্রিটিশ দম্পতি জুবলি রোড থেকে সিএনজিতে উঠে ভুলবশত হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক। ইস্টার্ন ব্যাংকে গিয়ে তারা দেখতে পান তাদের সাথে থাকা হাত ব্যাগটি নেই। পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাই-কমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।
ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
পরবর্তীতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল করিম-এর নির্দেশে এসআই মো. খায়রুল বাসার সাজিদ, এসআই শরীফ উদ্দিন, এসআই আজহারুল ইসলাম, এসআই ইমাম হোসেনসহ থানার একটি টিম ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা ও চেক বই উদ্ধারের জন্য নামেন।
লাভ লেইন ইস্টার্ন ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় বাকলিয়া এলাকা থেকে দুই ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে পরিবহনকৃত সিএনজি থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়। উক্ত ব্যাগ থেকে ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই ব্রিটিশ দম্পতি সংবাদ পেয়ে কোতোয়ালী থানায় গিয়ে তাদেও হারিয়ে যাওয়া পাসপোর্ট, টাকা, চেকবই ও মোবাইল সনাক্ত করেন।
এসময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল করিম নিজে উপস্থিত থেকে ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও মো. ওয়াসিউর রহমানকে তাদের হারিয়ে যাওয়া পাসপোর্ট, টাকা, চেক বই ও মোবাইল হস্তান্তর করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওইদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয় এবং ব্যাগের মধ্যে থাকা তাদের ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, চেক বই ও মোবাইল উদ্ধার করা হয়। ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে তাদেও হারিয়ে যাওয়া হাতব্যাগটি হস্তান্ত করা হয়েছে। এ সময় হারিয়ে যাওয়া জিনিসপত্র অক্ষত অবস্থায় পেয়ে খুশি তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF