মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
বান্দরবানের লামা অভিযান চালিয়ে আরো ৪টি ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন, বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় চারটি ইটভাটায় পানি ঢেলে কার্যক্রম বন্ধ করে দেয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। এর আগে যৌথ অভিযানে উপজেলায় ১২টি ভাটা পানি দিয়ে নিভিয়ে দেওয়া ও ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।সোমবারের অভিযানে নিভিয়ে দেওয়া ভাটার মধ্যে রয়েছে এসবিডব্লিও, ফাইভ বিএম, এমবিআই ও ডিবিএম নামক ইটভাটা। ইটভাটার মাটি জোগানে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এই অভিযান চলানো হয় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
দিনব্যাপী অভিযানে এমবিআই ব্রিকফিল্ডের মালিককে দুই লাখ টাকা, এসবিডব্লিউ ব্রিক ফিল্ড, ফাইভ এমবি ব্রিক ফিল্ড ও ডিবিএম ব্রিক ফিল্ডের মালিককে তিন লাখ করে ৯ লাখ টাকাসহ ৪টি পৃথক মামলায় মোট ১১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।এ সময় লামা ফায়ার সার্ভিস দল পানি দিয়ে ইটভাটাগুলোর চুল্লির আগুন নিভিয়ে দেয় ও পরে ভ্রাম্যমাণ আদালত ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।
অভিযানে সহযোগিতা করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ রক্ষায় সব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত আছে।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF