মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের মোহরায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন মোহরা পুলিশ বক্সের সামনেএই হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. মোরশেদ ও মো. করিম নামে দুই হামলাকারীকে আটক করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর পরিচয় জানতে চান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় তারা একেকবার একেক নাম বলেন।
এতে সন্দেহ হওয়ায় তাঁদেরকে অটোরিকশা থেকে নেমে পরিচয়পত্র দেখাতে বলায় ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পুলিশ সদস্যদের গালাগালি করতে থাকেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে বসেন ওই দুই যুবক।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF