মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকতে চাঞ্চল্যকর খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডে জড়িত তিন আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে হোটেলে অবস্থানকারী নারীও রয়েছেন। আটককৃতরা হলেন-শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতু (২৩)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের আটকে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে, ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজারে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি টিম মৌলভীবাজারে অভিযান চালিয়ে শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতু (২৩)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটক তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া আটক অপর দুইজন হত্যাকান্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিতে নিহত হন খুলনা সিটির সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু।
এ ঘটনায় র্যাব টিপুর সঙ্গে বেড়াতে আসা কেসিসি’র আরেক সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু ও কক্সবাজারের বন্ধু মেজবাহ উল্লাহ ভূট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF