মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অনলাইন জুয়াকে কেন্দ্র করে মো. জাহেদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গলা টিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০টায় কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত জাহেদুল ইসলাম (১৮) কলাউজান ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবার আলীর ছেলে। জানা গেছে, কলাউজানের রাবার ড্যাম এলাকার মোবাইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে মরধরের ঘটনা ঘটে।
এক পর্যায়ে জাহেদুল ইসলামকে গলা টিপে হত্যা করেছে সতীর্থরা।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, অনলাইন জুয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF