মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ছদাহা কেঁওচিয়া স্কুলের সামনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মিজানুর রহমান। অপরদিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাটি কাটার তথ্য পেয়ে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করা হয়।
অপর একটি ডাম্পার নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে।সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মাটি কাটার খবর পেয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার ভোরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ও কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনি এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।এসময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুটি স্কেভেটর আটক করা হয় এবং পরবর্তীতে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF