নুর হোসেন রাসেল স্টাফ রিপোর্টার:
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ার শস্কায় উদ্বিগ্ন প্রবাসীরা।
যুক্তরাজ্য প্রবাসীদের দাবির মুখে ২০২০ সালে সিলেট-ম্যানচেস্টার রুটে চালু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। এরপর থেকে সপ্তাহে নিয়মিত ৩টি ফ্লাইট চলাচল করলেও গত বছরের অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে একটি।
আর আগামী এপ্রিল থেকে এ রুটের টিকেট বুকিং বন্ধ রেখেছে বাংলাদেশ বিমান। ফলে এপ্রিল থেকে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের আশঙ্কায় সিলেট ও যুক্তরাজ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ইতোমধ্যে দেশে-বিদেশে নানা কর্মসূচিও পালিত হয়েছে।
সূত্র জানায়, নর্থ ইংল্যান্ডে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস। এর সিংহ ভাগই সিলেটের। ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট থাকায় নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিরা কোন ধরনের ভোগান্তি ছাড়াই দেশে আসা যাওয়া করতে পারছেন না।বিশেষ করে সরাসরি এ ফ্লাইটে দেশে ফিরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বয়স্করা।
সরাসরি এ ফ্লাইট যুক্তরাজ্যের বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ড প্রবাসী সিলেটিদের কাছে বেশ জনপ্রিয়। যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে এতোদিন এ রুটে সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করতো।
গত বছরের অক্টোবর থেকে হঠাৎ করে সিলেট-ম্যানচেস্টার রুটের একটি ফ্লাইট কমিয়ে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাদ দেওয়া হয় মঙ্গলবারের ফ্লাইট। এরপর থেকে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে।
কিন্তু হঠাৎ করে মার্চ মাসের পর থেকে অর্থাৎ আগামী এপ্রিল থেকে অনলাইনে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটের টিকেট বুকিং বন্ধ করে দেয় বিমান।
সূত্র জানায়, সিলেটের প্রবাসীদের পছন্দের এই ফ্লাইটটি অলাভজনক দেখিয়ে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে বিমান। এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন তারা।
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ না করতে ইতোমধ্যে কেশ কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে।
প্রবাসীরা যুক্তরাজ্যে ও সিলেটবাসী স্থানীয় ভাবে সভা-সমাবেশ ও মানববন্ধন করে ফ্লাইট চালু রাখার দাবি জানাচ্ছেন।
প্রবাসীরা এ রুটে ফ্লাইট বন্ধ না করে আগের মতো সপ্তাহে ৩ দিন ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন। এ দাবিতে তারা ইতোমধ্যে ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছেন। আর সিলেটবাসীর ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচিও পালিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF