মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার হারিয়ে যাওয়া ৯ বস্তা কেস ডকেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। ওসি জানান, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। এরপর রাসেল নামের একজনকে বাকলিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে হারিয়ে যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়।
বারান্দায় রাখা চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি গায়েববারান্দায় রাখা চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি গায়েবওসি আরও জানান, নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল।
তিনি আদালত চত্বরে চা বিক্রি করতেন। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।এর আগে আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বারান্দায় রাখা চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) গায়েব হয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে এই ঘটনায় রোববার নগরের কোতোয়ালি থানায় জিডি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF