মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই চাঁদাবাজির দুর্নাম ঘোচানোর ঘোষণা দিয়েছে চিরিংগা হাইওয়ে থানার (ওসি) মোঃ আরিফুল আমিন। তিনি- বলেন পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতা চান পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, থ্রি-হুইলার, ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। এজন্য প্রতিদিন চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকোরিয়া- বিভিন্ন স্টেশনে মাইকিং করা হচ্ছে।
চিরিংগা হাইওয়ে পুলিশ জানায়, পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশকে কঠোর অবস্থানে আছেন? চিরিংগা হাইওয়ে থানার (ওসি) মোঃ আরিফুল আমিনের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে কাজ করছে। চাঁদাবাজি বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর অবস্থানে আছে পুলিশ।
অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে তাদের পরিবহনগুলোকে মামলার মাধ্যমে করা হয়েছে জরিমানা। চিরিংগা হাইওয়ে থানার (ওসি) মো. আরিফুল আমিন বলেন, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট উপদেষ্টার নির্দেশে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবেনা।
সড়কে চাঁদাবাজি বন্ধে মালিক-শ্রমিক সাথে আলোচনা করেছি। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এরপরও কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দেশের ক্লান্তি লগ্নে নানা ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আইন মেনে যাত্রীদের চলাচলের জন্য লিফলেট বিতরণ করা ইচ্ছার কথা জানিয়েছেন ! হাইওয়ে পুলিশের পক্ষ থেকে, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতা চান। চিরিংগা হাইওয়ে থানার (ওসি) মো. আরিফুল আমিন বলেন, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট উপদেষ্টার নির্দেশে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবেনা। সড়কে চাঁদাবাজি বন্ধে মালিক-শ্রমিক সাথে আলোচনা করেছি।
তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এরপরও কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF