মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
আনোয়ারায় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করার দায়ে উপজেলার বটতলী ইউনিয়নের এবিএম ইটভাটার মালিক শামসুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮) জানুয়ারী বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের এমবিএম ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, মোবাইল কোর্ট চলাকালীন সময়ে শামসুল আলম নামের এক ব্যক্তিকে ইটভাটায় জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকার কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ইটভাটার মালিককে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার জন্য দুই মাসের সময় প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF