মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ছেলে শিশুকে সতীত্বনাশ করার অপরাধ সংঘটিত হওয়ার ১ঘন্টার ভেতর অভিযুক্তকে কব্জায় নিলেন সাতকানিয়ার ওসি মোস্তফা কামাল খান।
সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালার পাড়ার শাহ ইব্রাহিম এতিম খানা ও হাফেজ খানায় এই ঘটনা ঘটে।অভিযুক্ত সতীত্বনাশকারী মাওলানা আমান উল্লাহ(৪৫) কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা।
সে সাতকানিয়ার সদরে উল্লেখিত মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ঘটনার শিকার একজন ওই মাদ্রাসায় অধ্যায়নরত ছেলে শিশু যার বয়স মাত্র ৮বছর।
এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন,অভিযোগ পাওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়েছে, সে বলাৎকারের বিষয়ে স্বীকারও করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF