মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
বাড়ির জানালা ভেঙ্গে স্বর্ণ-টাকা চুরি, চোর গ্রেপ্তার
বাড়ির জানালা ভেঙ্গে স্বর্ণ-টাকা চুরি, চোর গ্রেপ্তার
লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে গ্রেপ্তার করে তাকে চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাহিদ উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়ি হোসেন সিকদার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।লোহাগাড়া থানা পুলিশ জানান, গেল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হোসেন সিকদার পাড়ার বাসিন্দা জহির উদ্দিন তার আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতে পান বাড়ির জানালা ভাঙা, দরজা খোলা এবং আলমিরা ভাঙা অবস্থায়।
আলমিরা থেকে ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি ও ৭ হাজার নগদ টাকা চুরি হয়ে গেছে।এ ঘটনায় জহির উদ্দিন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার উপজেলা সদর বটতলী মোটর স্টেশনস্থ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে নাহিদকে আটক করে পুলিশ হেফাজতে নেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ স্বর্ণ চুরির বিষয়টি অকপটে স্বীকার করেছে। তার স্বীকারোক্তিমতে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে তাকে চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার সাথে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF