মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
পার্বত্যাঞ্চলে গত বছর হত্যার শিকার হয়েছেন ২১ জন। এ ছাড়া ৬ হাজার ৫৫ জন পাহাড়ি মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হয়েছেন। ১১৯ বাড়ি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। বেদখল হয়েছে ২ হাজার ৩১৪ একর জমি।
বুধবার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির ওপর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালেও পার্বত্য চট্টগ্রামের নাজুক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও অবনতি হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। উল্টো পার্বত্য চুক্তি বিরোধী ও পাহাড়ি স্বার্থ পরিপন্থি কার্যক্রম জোরদার হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে অপহরণ, মুক্তিপণ, মারধর, হত্যা, গুলিতে আহত, তল্লাশি, হত্যার হুমকি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF