মোঃ সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন শ্রমিককে অপহরণ হয়। এ ঘটনায় অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
র্যাবের এ কর্মকর্তা জানান, ৩০ ডিসেম্বর টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে বনকর্মীদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত উদ্ধার হবে।
ওই বনকর্মীদের কারা অপহরণ করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF