মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু অপহরণে জড়িত থাকার দায়ে ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার লিংক রোড সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়। অপহৃত শিশুর নাম মো. সায়েদ (৭)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়াপাড়া এলাকার কৃষক দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় এম এম সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
অপহরণের শিকার শিশুর বাবা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ৯ দিন আগে রোহিঙ্গা কিশোর কৃষিকাজ করার জন্য স্থানীয় পদুয়া বাজার থেকে তাঁর বাড়িতে আসে। গতকাল রাত আটটার দিকে চা খাওয়ানোর কথা বলে তাঁর ছেলেকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে যায় সে।
দেরি হচ্ছে দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন তিনি। এরপর সন্দেহ হলে ওই কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে তিনি লোহাগাড়া থানায় জিডি করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে থানা-পুলিশ।
প্রথমে সিসিটিভি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই রোহিঙ্গা কিশোরের অবস্থান শনাক্ত করা হয়।পরে স্থানীয় সিএনজিচালক ও কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের সহযোগিতায় শিশুসহ ওই রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তারা লোহাগাড়া থানা-পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই কিশোর মুক্তিপণ পাওয়ার উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল বলে পুলিশের ধারণা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.