মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় দারুল কুরআন মডেল মাদ্রাসা`র শুভ উদ্বোধন করা হয়েছে ২৮ডিসেম্বর(শনিবার) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন এলাকায় মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী'আমীর,সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য,হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী অবঃ সার্জেন্ট আশাদুল আলম চৌধুরীর সভাপতিত্বে তরুণ আলোচক হাফেজ মাওলানা মুছা তুরাইন`র সঞ্চালনায় সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যাটর্নী জেনারেল,লোহাগাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান,লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমান,আশশেফা হাসপাতালের পরিচালক নুরুল হক, দাতা সদস্য, আল্লাহর দান চাল ভান্ডারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন সওদাগর, দাতা সদস্য ডাঃ কফিল উদ্দিন,দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৭ব্যাচ সভাপতি এনামুল হক,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার মোঃ আকতার উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, এ দ্বীনি প্রতিষ্ঠানে লেখাপড়া করলে ছহিহ ভাবে কোরআন তেলোয়াত করার অনেক সুযোগ রয়েছে। ছোট ছোট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারে।কুরআনের আলো ছড়াবে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অসহায়, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশুনার উদ্যোগ নিয়েছেন,আমি এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.