ডেস্ক নিউজ:
সিএমপির আকবরশাহ্ থানার অভিযানে শটগানের কার্তুজ ও ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ জন গ্রেফতার।
সিএমপির আকবরশাহ্ থানার এসআই (নি.) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই (নি.) মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আকবরশাহ্ থানাধীন লতিফপুর সোনা মিয়া রেল গেইট এলাকায় অবস্থানকালে গত ২৩/১২/২০২৪ খ্রি. রাত ০১:২৫টার সময় সংবাদ পান যে, ১১/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে আকবরশাহ্ থানাধীন ৯নং ওয়ার্ডস্থ মিরপুর আবাসিক বড় গ্যাসলাইন এলাকার জঙ্গল ছলিমপুরে সমবেত হয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দায়িত্বে নিয়োজিত টহলের অফিসার ও ফোর্সসহ রাত ০২:০০ ঘটিকার সময় সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে পুলিশ ০৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, ধৃত আসামিরাসহ অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা মীরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদেরকে তল্লাশি করলে ০১ নং আসামি আব্দুল হামিদের (২৩) হেফাজত থেকে সাত রাউন্ড রাবার বুলেট, ২ নং আসামি মোঃ রবিউল ইসলামের (২৮) হেফাজত থেকে একটি স্টিলের চাইনিজ কুড়াল, ৩ নং আসামি মোঃ ইউসুফের (২৫) হেফাজত থেকে একটি লোহার ছোরা, ৪ নং আসামমি গোলাম রব্বানীর (২৫) হেফাজত থেকে একটি পুরাতন টিপছোরা ও ৫ নং আসামি মোঃ সুমনের (৩৫) হেফাজত থেকে একটি স্টিলের ছোরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা অস্ত্র-শস্ত্র নিয়া পরস্পর জ্ঞাতসারে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ায় অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF