ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি কালে ৫ জনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
সোমবার বিকেলে দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আঃ রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
এ বিষয়টি নিশ্চিত করেন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমরান হোসেন তুহিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এস আই মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে এএসআই এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে
সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধ ভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF