ফয়সাল আহমেদ রাজবাড়ী:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট। রাজবাড়ীর দৌলতদিয়া ২ নং ফেরিঘাট এলাকা থেকে শনিবার রাত ৩টার দিকে একটি পুরাতন টলার ও সাত ব্যারেল চোরাই ডিজেল তৈল সহ ২জন চোরাকারবারি কে গ্রেফতার করেছে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, ১।মোঃ কামাল শেখ(৩৫) পিতা মৃত ছলিম শেখ সাং মজিদ শেখেরপাড়া ২। মোঃ হাবিল ব্যাপারী (৩২)পিতা সাত্তার বেপারী সাং নাছির সরদার পাড়া উভয় থানাঃ গোয়ালন্দ ঘাট জেলাঃ রাজবাড়ী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমরান হোসেন তুহিন।
নদীতে থাকা সরকারি-বেসরকারি ড্রেজার, কার্গো জাহাজ ফেরি, লঞ্চ সহ, বিভিন্ন নৌ যান থেকে তেল চুরি করে খুচরা বাজারে কম দামে বিক্রির ঘটনা হরহামেশাই ঘটে। দীর্ঘদিন ধরে একটি চক্র এই কাজ করে আসছিল। অবশেষে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ধরা পড়েছে এই চক্রের ২জন সদস্য। প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে মোট ১৪০০ লিটার জ্বালানি তৈল(ডিজেল) আছে। প্রতি লিটার তেলের দাম ১০৫ টাকা, যার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
পরে আসামি দ্বয় কে নিয়মিত মামলা অজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF