সেলিম উদ্দিন:
কক্সবাজারের চকরিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজলুল করিম সাঈদী (৫২) চকরিয়া পৌরসভার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাইদী চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়ি বহরে হামলা এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলার আসামি। র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর আভিযানিক দল ফেনী জেলার সদর লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF