মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারে চকরিয়ার পূর্ব বড় ভেওলায় মসজিদের ভিতর ডুকে প্রবাসী নুরুল কবির (৩৮) ও আরফাতুল ইসলাম(২৬) নামে দুই যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় নুরুল কবির মসজিদের ভিতর মেঝোতে পড়ে যায়। তার রক্তে কার্পেট, দেয়াল রক্তে রঞ্জিত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারমধ্যে প্রবাসী কবিরের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া ৪নং ওয়ার্ড বায়তুল মকাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে-পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া বায়তুল মকাম জামে মসজিদের সভাপতি আবু তাহের রহমানীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনিয়মের অভিযোগ তুলে একটি দরখাস্ত দায়ের করেন স্থানীয় এনায়েত উল্লাহ সেনু। ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটি আবু তাহের রহমানীর বিরুদ্ধে তুলা অভিযোগের কোন ধরনের সত্যতা পায়নি এবং তদন্ত টিম পূর্বের কমিটি বহাল থাকবে বলেও জানায়।
গতকাল রাত ৯টার দিকে মসজিদের সভাপতি আবু তাহের রহমানী সমাজের সবাইকে নিয়ে মসজিদের উন্নয়ন মূলক কাজ, সমাজের শৃঙ্খলা সহ নানা বিষয়ে আলোচনা করার সময় পরিকল্পিতভাবে হামলা চালায়। মসজিদের সভাপতি আবু তাহের রহমানী জানায়- স্থানীয় সাবেক মেম্বার আবুল কালাম, এনায়েত উল্লাহ সেনুর নেতৃত্বে আবুল হাশেম, আইমন,মোহাম্মদ হানিফ,মোহাম্মদ হারুণ এই হামলা চালায়। এনায়েত উল্লাহ সেনু সহ এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র মসজিদের টাকা লুটপাট করতে চেয়েছিল। আমি আত্মসাৎ করতে দেই নাই বলেই ক্ষিপ্ত হয়ে তারা আমার আত্মীয়-স্বজনদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। বিষয়টি নিয়ে আবু তাহের রহমানী নামে একজন ব্যক্তি বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF